ঈদ এবং পহেলা বৈশাখ একসঙ্গে হওয়া তে বাঙালির আনন্দের সীমা নেই |

in #love8 months ago

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আমি আজকেও আপনাদের মাঝে আবারও একটি ব্লক নিয়ে হাজির হয়ে গিয়েছি| আমার আজকের ব্লগটি হচ্ছে| ঈদ এবং পহেলা বৈশাখ দুইটা আনন্দ একসাথে উপভোগ করার জন্য আমরা পরিবারের সবাই মিলে বাইরে বের হয়েছিলাম| আমরা রাত দশটার দিকে বের হয়েছিলাম কামরুলের গরুর মাংস খাওয়ার জন্য| কারণ কামরুলের গরুর মাংসটা হচ্ছে আমাদের কাছে সেরা প্রত্যেকবার গিয়েছি খেয়েছি অনেক বেশি মজা লেগেছে তাই বারবার কামরুলের গরুর মাংস খাবার ত্রেভিং ওঠে তখনই আমরা পরিবারের সবাই মিলে চলে যায় |তাই পহেলা বৈশাখ ছিল এবং ঈদটাও মাত্র শুরু হয়েছিল আমাদের কাছে কারণ আমার কাছে ঈদের দিন থেকে বেশি ভালো লাগে ঈদের পরের দিন গুলা কারণ ঈদের দিনে এত বেশি ব্যস্ত থাকা হয় আনন্দটা উপভোগ করা যায় না| আমার কাছে এবার কামরুলের গরুর মাংস টা ভালো লাগে নাই| পরিবেশটাও আগের মত নাই| এবার কামরুলের গরুর মাংসের মধ্যে পোড়া গন্ধ পেয়েছি আমি| ওদের হাড়ি পুড়ে গিয়েছিল কারন আমি মাংসের মধ্যে পোড়া গন্ধ পেয়েছি |অনেক বেশি পোড়া গন্ধ যেটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে নাই| মানুষজনের ভিড়ভাট্টাও কম ছিল অন্য বার গেলে দেখা যাচ্ছে সিরিয়াল ধরে খাবার খেতে হয় এবার গিয়েছি কোন ভিড়ই নাই এটা একটু অবাক লেগেছে |আমার কাছে| তারপর আমরা ঘোরাঘুরি করছি বেশ কিছুক্ষণ মার্কেটে আমাদের বাসায় যে ছোট্ট সদস্যটা আছে সে এবার অনেক শপিং করেছে| তার যেন শপিং শেষই হচ্ছিল না শপিংমলে গিয়ে সেই ক্লিপ্স গুলোও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি| আপনার যদি দেখে থাকেন তাহলে মাশাআল্লাহ, বলতে ভুলবেন না আর অবশ্যই সবাই তাজবির জন্য দোয়া করবেন|

বন্ধুরা, আশা করব আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে|| ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন| আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন| আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার আমার পাশে থাকলে আমার সামনের পথ চলার বেশি সহজ হয়ে যাবে আপনাদের মাধ্যমে| সবাই স্বাস্থ্যবিধে মেনে চলবেন বেশি করে পানি খাবেন অনেক বেশি গরম পড়েছে যেটা আসলেই সহ্য করার মত না ||তাই পানি বেশি বেশি খেয়ে জুস আইটেম বেশি খেয়ে শরীরটাকে সতেজ রাখবো এই প্রত্যাশায় আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন |