চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে চীনের নিজস্ব স্বার্থ নেই। বরং আলোচনার মাধ্যমে এ সমস্যা সুরাহার জন্য বাংলাদেশ ও মিয়ানমারকে সত্যিকার অর্থেই এবং ইতিবাচকভাবে সহযোগিতার চেষ্টা করছে।
বুধবার রাজধানীর চীন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তাঁর দেশের অবস্থান নিয়ে এ কথা বলেন।
ঢাকায় চীন দূতাবাসের প্রথমবারের মতো আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হয়। প্রশ্নোত্তর পর্বে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা ও চীনের ভূমিকা নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।
: sorurce