সারাদিনের ক্লান্তি দূর করতে চলেন ঠান্ডা মিক্স জুস তৈরি করি |

in #hive9 months ago

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমি আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতো| আমার আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ| কিন্তু শেখার আছে আজকে আমি আপনাদেরকে কিভাবে আমি বাসায় মিক্সড ফ্রুট জুস তৈরি করি সেটাই দেখাবো| আমি আজকে ফল নিয়েছিলাম তরমুজ যেটা আপনার হাতের নাগালেই আছে এখন সবার বাসায় দেখবেন ফলের রাজা বলতে পারেন তরমুজ ভাঙ্গি রমজান মাসে| সবার বাসায় বাঙ্গি, তরমুজ আছেই ইফতারিতে| দাওয়াত খাইতে যেও দেখি ইফতারের প্লেটে তরমুজ ভাঙ্গি| কারোর বাসায় বাঙ্গির জুস | এজন্যই বললাম ফলের রাজা রমজান মাসে বাঙ্গি তরমুজ সেরা| আর আমি যেটা করেছি আজকে বাঙ্গি তরমুজ কলা মিষ্টি দই দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে মিক্স ফ্রুট জুস তৈরি করেছি যেটা সারা দিনের ক্লান্তি দূর করবে| অনেক গরম পড়েছে আমরা রোজা রেখে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি গরমে তা আপনি চাইলে আজকের আমার এই রেসিপিটা দেখে বাসায় জুস তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে| আপনি চাইলে এর ভেতরে অন্য ফ্রুটও এড করতে পারেন যেকোনো ফ্রুট জুসের সাথে যদি আপনি বিশেষ করে কলা এবং দুইটা এড করেন যে কোন জুস মজা হবে খেতে| আপনারা চাইলে এখানে চিনি, লিকুইড মিল্ক, পাউডার মিল্ক এড করতে পারেন তাতে করে আরো টেস্ট হবে খাইতে| আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাকে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে|
আপনার কাছে কেমন লাগে আমার কনটেন্ট গুলো সেটা আমাকে জানাতে ভুলবেন না|


বন্ধুরা, আমি আশা করব আমার রেসিপিটা আজকে আপনারা দেখেছেন আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন| আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকলে আমার সামনের পথচলা আরো বেশি সহজ হয়ে যাবে আপনাদের মাধ্যমে| আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আমি আমার ভালোলাগা থেকে কন্টেন্ট গুলা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি| তাই আপনাদের মতামত আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ | পরিশেষে এটাই বলব দিনশেষে আমরা সবাই একা| তাই নিজের একটা আলাদা জগত থাকা উচিত নিজের ভালো-মন্দ নিজের সুখ দুঃখ নিজের মধ্যে রাখলে পারিপার্শ্বিকতার চাপে দম বন্ধ হয়ে আসে না| ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন বেশি করে পানি খাবেন এই প্রত্যাশায় আজ আসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন|