about relationships my advaise.

in #rup7 years ago

"পাগল মানুষটা সারাজীবন তোমার জন্য পাগল থাকবে না; হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে !
.
তোমাকে ছাড়া এক মূহুর্ত থাকতে না পারা মানুষটা তুমি চলে গেলেই টুপ করে মরে যাবে না; ঠিক একদিন একলা থাকা শিখে নিবে !
.
পৃথিবীর মানুষগুলো বদলায়; বদলে যায় কিছু অনুভুতি.. আজ যে মানুষটাকে তুমি সস্তা ভেবে অবহেলা করছো; একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছো !
.
তোমার প্রতিটা যন্ত্রনা যাকে ঘুমতে দেয় না রাতে.. সেই মানুষটা একদিন তোমেকে ভুলে যাবে.. খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে.. সেদিন তুমি টের পাবে "একাকিত্ব" মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে !
.
তোমার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রয়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না.. ঠিক তেমনি, মানুষটা তোমার থেকে কি পরিমান অবহেলা পেলে দূরে সরে যাবে না.. হিসেবটাও বোঝা দরকার !
.
সবকিছুতে একটা ব্যালেন্স রাখো.. যেখানে যতটুকু দরকার, ঠিক ততটুকুই দাও.. অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভুতিহীন পাথর বানিয়ে দিওনা.. খেয়াল রেখো পাথর কিন্তুু কখনোই মানুষের মত আচরন করে না !
.
আমি দেখেছি মেক্সিমাম সম্পর্ক নষ্টের কারন থাকে, অন্যের ভালোবাসার মানুষটার সাথে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে কম্পিয়ার করা !
.
ওই ছেলে দেখতে কত হ্যান্ডসাম; আমারটা এমন কেন? ওই মেয়ের চুলগুলো কত্ত সুন্দর; আমারটার এত বিশ্রি কেন? ওই ছেলে কত্ত স্লিম; আমারটা পটকা মাছ কেন?
.
এর ফলে যেটা হয় তা "অভিমান".. তারপরে যেটা হয় তা "অবহেলা".. আর সবশেষে যেটা হয় তা "ব্রেকাপ" !
.
কিন্তু বিশ্বাস করো পৃথিবীতে তুমি সব মানুষকে পারফেক্ট পাবানা; একদম না.. সবাইকে নিজের ভালোবাসার মানুষের মধ্যে খুঁজতে যেওনা.. নিজের ভালোবাসার মানুষটাকে সবার মাঝে খুঁজে দেখো.. কতটা পূর্ণতা পাও"!
.
আজ মানুষটা তোমার সাথে আছে বলে অবহেলা করে দূরে সরে দিতে চাইছো.. ট্রাস্ট মি একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই তুমি কাঁদবে !
.
পৃথিবীর সবকিছু বেঈমানী করলেও.. সময় কখনো বেঈমানি করে না.. সময় একদিন তোমাকে বুঝিয়ে দিবে "তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ"..!!