জানেন কি ফরমালিনযুক্ত মাছ কিভাবে চিনবেন ও তা দূর করবেন ?

in #removeformalin6 years ago

fish.jpg
source
আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক রাসায়নিক যুক্ত খাবার খেয়ে থাকি আমাদের অজান্তেই, কিন্তু আমরা বুজতেও পারি না আর তার ফলে আমরা অনেক সময় কঠিন রোগের শিকার হই ও আমাদের মূল্যবান জীবন হারিয়ে ফেলি।মাছ আমরা কম বেশি সকলেই খাই কিন্তু জানেন কি মাছের সঙ্গে ফরমালিন মেশানো হয় যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

ফরমালিন আমাদের কিডনি ও লিভারকে অকেজো করে দেয়, পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার সৃষ্টি করে, শিশুদের স্মৃতিশক্তি কমিয়ে দেয়।ফরমালিন গর্ভবতী মায়েদের সন্তান প্রসবে জটিলতা, ও জন্মত্রুটি ঘটায়। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই ফরমালিনযুক্ত মাছ কিভাবে চিনবেন ও কি ভাবে তা দূর করবেন ?
formalin.jpg

১. ফর্মালিনবিহীন মাছের ফুলকো উজ্জ্বল লাল বর্ণের হয়, চোখ, আঁশ উজ্জ্বল হয় ও মাছের গা দিয়ে আঁশটে গন্ধ পাওয়া যায়।
অন্যদিকে ফরমালিনযুক্ত মাছের ফুলকো ধূসর বর্ণের, চোঁখ ঘোলাটে ও ভিতরের দিকে ঢোকানো থাকে, ফরমালিন যুক্ত মাছে মাছি বসে না, ফরমালিনের গন্ধ পাওয়া যায়। আঁশ ধূসর বর্ণের হয়, শরীরে আঁশটে গন্ধ কম থাকে ও দেহ তুলনামূলক ভাবে শক্ত হয়।
formalin (1).jpg
source

ফরমালিন দূরীকরণের উপায় :

১. মাছ কেনার পর ১ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন, এই উপায়ে ফরমালিনের মাত্রা ৬০ % কমে যাবে।

২. লবনাক্ত জলে ফরমালিনযুক্ত মাছ ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা ৯০ % কমে যাবে।

৩. প্রথমে চাল ধোয়া জলে ও পরে সাধারণ জলে ফরমালিনযুক্ত মাছ ধুয়ে ফেললে ফরমালিনের মাত্রা ৭০ % কমে যাবে।

৪. সবথেকে কার্যকর পদ্ধতি হচ্ছে ভিনেগার ও পানির মিশ্রণে ১৫ মিনিট মাছ ভিজিয়ে রাখলে ১০০ % ফরমালিন ই দূর করা যাবে।

তাহলে বন্ধুরা এইভাবে মাছ থেকে ফরমালিন দূর করুন ও নিজেদের মূল্যবান জীবনকে রক্ষা করুন। বন্ধুরা এটি থেকে যদি আপনার জীবনের কোনো উপকার হয় থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমায় জানাবেন ও উপভোটে করে আমায় উৎসাহিত করবেন।