আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবঙ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন হবে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের মধ্যে ফাইনাল খেলা। এ খেলায় বিএনপি ফউল করলে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। তিনি বলেন, আমরা খালি মাঠে খেরতে চাই না। বিএনপিকে সাথে নিয়ে খেলেই জয়লাভ করতে চাই। গতকাল সোমবার পাবনার সাঁথিয়ার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাউসগাড়ী গণহত্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত বিশার জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
<pre><code>বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন ছেড়ে আপনারা পালাবেন না। আগামী নির্বাচনে জয লাভের মাধ্যমে শেখ হাসিনা হ্যাট্রিক জয় লাভ করবে। আমরা চাই খালেদা জিয় জেলে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে। খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেলে দেয়নি। এতিমদের টাকা আত্মসাত করায় আদালত তাকে জেলে দিয়েছ্ েখালেদা জিয়া তিন মাস জেলে থাকলেও বিএনপি আন্দোলন করে গাছের একটি পাতাও নড়াতে পারেনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনের নির্বাচন অতি ভয়াবহ ও গুরুত্বপূর্ণ। ১৯৭০ সালে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছিল। ডিসেম্বরের নির্বাচন জঙ্গিবাদকে উৎখাত ও উন্নয়নের নির্বাচন। আগামী নির্বাচন বিজয়ের মাসে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে। ২০১৪ সালের নির্বাচনে খালেদা জিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ৫টি পদ দেওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। শেখ হাসিনা বাংলাদেশের লাল সবুজ পতাকাকে স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ পর্যন্ত নিয়ে যাওয়ায় বিএনপি নেতা মির্জা ফখরুলের মাথা ঘুরপাক খাচ্ছে। হায়নাদের দল ভিতরে বাইরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায রাখতে তিনি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান।
পাবনা-১ আসনের এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন নারায়াণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মাদ আফজাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
Congratulations @rasel49! You received a personal award!
Click here to view your Board
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness and get one more award and increased upvotes!