ইস্পাতে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)’র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংস্থাটির এক বৈঠক ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের জন্যই না, পুরো বিশ্ব বাণিজ্যে এর বিরূপ প্রভাব পড়বে।
সেখানে আরও বলা হয়েছে, এমন হলে অন্যরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা দাবি করে মার্কিন রাষ্ট্রপতির পথ অনুসরণ করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাতের বৃহত্তম সরবরাহকারী কানাডা বলেছে, শুল্কের কারণে এগুলো সীমান্তের উভয় পাশে বাধা সৃষ্টি করবে।
এছাড়া শক্তিশালী কিছু দেশে হুঁশিয়ারিও দিয়ে দিয়েছে যে, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে, তারাও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো অ্যাজেবেডো বলেছেন, ‘এ ধরনের বাণিজ্যযুদ্ধে কেউই আগ্রহী নয়।’
ব্রেকিংনিউজ/কেএ/এমআর
http://www.breakingnews.com.bd/bangla/international/57354.online