নিরবে

in #kobita6 years ago

নুপুরের ছমছম ধনী ,
আমিঘনঘন শুনি।
মাঝে মাঝে তা স্তব্ধ হয়ে যায় ,
নিরবে বেদনা জাগায় ।
মনে হয় হায় ,
সে গেল যে কোথায় ?
সে যদি না আজ আসে ,
যদি না বসে সে পাশে ,
তবে কেমনে বাজিবে বাঁশি?
ফুলে কেমনে ফুটিবে হাসি?
সে যে মোর প্রিয়তমা ,
ভালোবেসে যাকে ডাকি রমা ।
সবার সাথে জড়িয়ে তার স্মৃতি,
তাই কিউবা ডাকে তারে প্রীতি।
নব নব জ্ঞান আছে তার জানা ,
তাই তার নাম হল সুচেতনা।
সে যে মোর প্রিয়তম,
ভালোবেসে যাকে ডাকি রমা।
মাধু