প্রিয় ক্যাম্পাস🤗
ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি ৩২
কিছুদিন আগে আমি আমার ভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট এ ঘুরতে গিয়েছিলাম। আমি আমার ক্যাম্পাসের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।
Category | Placephotography |
---|---|
Photographer | @sagarray (Sagar Ray) |
Settings | Auto |
Camera | Samsung M30S (Triple Camera) |
Size | 48MP |
Dimensions | 4000×3000 |
Location | Bangladesh |
৬ তালার এই লবি টা এখন খুব ভুতুড়ে লাগে
ফ্যাকাল্টি রুমের সামনে আজ আর কেউ দড়িয়ে নেই।
ল্যাব রুমে ক্লাস থাকলে এই দুইটা সিড়ি তে দাড়ানোর যায়গা থাকত না।
আজ অনেক দিন হয়তো এখানে কারো পায়ের ধুলো পরে না।
আহা ফাকা ক্লাস রুম।
প্রিয় এপোলো ল্যাব।
এই লাউঞ্জে এখন আর কেউ এসে বলে না আস্তে কথা বলেন
আপনাদের চিল্লা চিল্লি পাশের রুমে শুনা যাচ্ছে।
এখন পিন ড্রপ সাইলেন্ট কান পাতলে আসবাব পত্র গুলোর আক্ষেপ ও শুনতে পারবেন।
জীবনের প্রথম এই মিররের সামনে দড়িয়ে আবিস্কার করছিলাম আমাকে দেখতে সুন্দর লাগতেছে আর আমি দেশের জন্য কিছু করি নাই 😒😒
আহা ভড় লাউঞ্জ 😭😭
এই রাস্তাটা দিয়েই প্রতিদিন হেটে যেতাম
পারভেজের দোকান বলতে এখন আর কিছু নেই এখানে।
এই রাস্তাটাতে মনে হয় সহস্র বছর পরে এলাম।
ভার্সিটি জীবনের ৭ বছরে অনেক বার চেষ্টা করছি জনশুন্য একটা ছবি তুলবো এইখানে, পারি নাই।
আর আজ অপেক্ষা করছিলাম কেউ কি আসবে?
ক্যাস্পাসটা যেন একাকীত্ব বোধ করছে প্রচন্ড রকমের। চারদিকে নিস্তব্ধতায় ক্যাস্পাসটা একটা ভুতুড়ে অবস্থার রূপ নিচ্ছে। ক্যাস্পাস আমাকে দেয় আধ্যাত্মিক প্রশান্তি।
সবশেষে বলতে হবে আমার ভালবাসার প্রিয় ক্যাম্পাসকে আমি মিস করি প্রতিনিয়ত।
সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।🧡