sandwich 🥪

in #food7 years ago

Place:Demon's cave
item:sub sanduich offer
price:150
food ratings:6/10
french fries ratings:2/10
service ratings:2/10
order through iserv so
iserv ratings:6/10

আজকের ঘটনা টা খুবি তিক্ত ছিল, Iserve এ অর্ডার দিয়েছিলাম ২ টা সাব অফার মানে মোট ৪ টা সাব স্যান্ডুইচ সন্ধ্যা ৬ টায় সেই খাবার পেলাম রাত ৯.৪০ এ তাও iserv এর বুঝতে নাকি সমস্যা হয়েছিল তাই রাত ৯.৪০ এ তারা ২টা সাব নিয়ে এসেছিল,যদিও একটু রাগ দেখানোতে তারা টাকা না নিয়ে আবার আমাদের রাত ১০.৪০ এ ৪ টা সাব এনে দেন এবং আমরা পরে পেমেন্ট করি।এখন আসি খাবারে খাবার ছিল ঠাণ্ডা ফ্রেঞ্চ ফ্রাই ছিল তেলে চুবানো নরম খোসা সহ লবণ নেই বললেই চলে,তো এমন কেন হল জিজ্ঞেস করায় বল্ল অদের প্রয়োজনীয় জিনিস ছিলনা বানানোর জন্য।তো কথা হল অফার দিলে সব ঠিক রেখেই দেয়া লাগে।এর আগেও লেট সার্ভিস দিয়েছে এই রেস্টুরেন্ট বাট কালকে লিমিট ক্রস,আশা করি পোস্ট এপ্রুভ হবে। image