নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে শেষ মুহূর্ত্তের টান টান উত্তেজনার ম্যাচে হেরে গেল বাংলাদেশ। প্রথমে ব্যাট ধরে বাংলাদেশ দল ২০ ওভারে ১৬৬ রান করে। জবাবে ইন্ডিয়া কুড়িতম ওভারের শেষ বলে জেতার জন্য প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু শেষ বলে ৬ মেরে দেয় কার্তিক। জিতেযায় ভারত।