ধর্মপালের গড়
ধর্মপালের গড় নীলফামারীর জলঢাকা উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন । এটি ২০১৬ সালে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় খননের মাধ্যমে এটি আবিষ্কার করেন । নীলফামারী জেলার একমাত্র প্রত্নতাত্ত্বিক অবস্থান ।
https://ipfs.busy.org/ipfs/QmZNd8f43wWLQLpkZGZ8Ur8dW9D7Vt5icPERdf61GJUNU9
অবস্থান
নীলফামারী জেলার ডোমার উপজেলা রেল ষ্টেশন থেকে আনুমানিক ৫ মাইল পূর্ব - দক্ষিণ দেওনাই নদীর পূর্বতীরে গড় ধর্মপাল নামক গ্রামে এ গড়টি অবস্থিত । জলঢাকা উপজেলা থেকেও যাওয়া যায় সহজে ; যেতে হলে অটো রিক্সা করে আর ১৪/১৫ কিঃ মিঃ দূরে গড়ের হাট নামক জায়গায় গেলেই এই ধর্মপালের গড়ের অবস্থান পাওয়া যাবে ।
https://ipfs.busy.org/ipfs/QmaBkWGbr6zr4YR8T6igLk6UU9apncVPhhCfVtmsCJBwMD
ইতিহাস
পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পালের ( ৭৯৫ খ্রিঃ ) মৃত্যুর পর তাঁর পুত্র ধর্মপাল রাজ সিংহাসনে আরোহণ করেন ।তিনি জলঢাকা উপজেলার উত্তর পশ্চিমে প্রায় ২০ কিঃ মিঃ দূরে তাঁর রাজধানী স্থাপন করেন । বহিঃশত্রুর হাত থেকে রক্ষার জন্য মাটির প্রাচীর দ্বারা তিনি রাজধানীকে বেষ্টিত করেন । সেই থেকে এ স্থানের নাম হয় গড়ধর্মপাল । এ স্থান থেকে প্রায় ১ মাইল পূর্বে তার রাজধানীর ধ্বংসাবশেষ ও প্রায় ৩৩ বিঘা পরিমিত চন্দনপাঠের দীঘি আজও তার স্মৃতি বহন করছে । বর্তমানে এ ধ্বংসাবশেষের কোল ঘেঁষে গড়ধর্মপাল নামে আবাসন প্রকল্প গড়ে ওঠেছে ।
ধর্মপাল গড়ের পাশে ছোট মন্দির ।https://ipfs.busy.org/ipfs/QmZwMxuVXcZijxGhi8ZTeNdd3yzV3f71trV7ovsfY976ay
This post has received a 10.71 % upvote from @boomerang.
@shah95 purchased a 23.60% vote from @promobot on this post.
*If you disagree with the reward or content of this post you can purchase a reversal of this vote by using our curation interface http://promovotes.com
You got a 80.67% upvote from @emperorofnaps courtesy of @shah95!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!