প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন ফুলচৌকি মসজিদ

in #busy6 years ago

ফুলচৌকি মসজিদ
ফুলচৌকি মসজিদ বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীন মসজিদ । এটি মোঘল আমলের দিকে তৈরি । এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ।

https://ipfs.busy.org/ipfs/QmedQp7j2civzdhHpKaDz4sTgbJexiRQPXWd7J7na9Jc4Q

অবস্থান
রংপুর থেকে ২৪ কিঃ মিঃ গড়ের মাথা নামক স্থান হয়ে পশ্চিম দিকে বিরামপুর - দিনাজপুর সড়কে শুকুরের হাট হয়ে সেখান থেকে আরও ২ কিঃ মিঃ পশ্চিমে ফুলচৌকি প্রামে এ মসজিদের অবস্থান ।

https://ipfs.busy.org/ipfs/QmX9KHiv8igGwxTuHnpptA7ZHVKsRuv5KBVUGyGspMwToN

ফুলচৌকি নামক স্থানে অবস্থিত বলেই সম্ভবতঃ এই গ্রামকে কেন্দ্র করে মসজিদের নামকরণ করা হয়েছে ।

https://ipfs.busy.org/ipfs/QmWxTsd4QodbEMCVYTyJQEwFKTmfkz7tM5ZeCKUypMC9gr

বিবরণ
এই মসজিদটি খুব সুন্দর । মসজিদটি আয়তকার এবং প্রতিটি কোণায় গোলাকার কিউপলা যুক্ত স্তম্ভ রয়েছে । যার নিচের অংশ কলসাকৃতি । মসজিদের সামনে খোলা অঙ্গন (সাহান) অনুচ্চ প্রাচীর বা বেষ্টনী দ্বারা আবুত । মসজিদের প্রবেশ দ্বার পূর্ব পাশ ঘেষে একটি পরিকল্পিত এলাকা, যেটি এখন কবর স্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে । যদিও সেখানে একসময় শোভা পেত স্থাপত্য সৌকর্য মন্ডিত শোভিত ও সৌরভমুখরিত ফুল বাগান ।

Sort:  

You got a 49.91% upvote from @emperorofnaps courtesy of @shah95!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

You have been defended with a 14.49% upvote!
I was summoned by @shah95.

You got a 43.16% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!