দারুন আক্ষেপের বিষয় হল : নতুন প্রজন্ম নজরুলকে রিলেট করতে পারছেনা। নজরুল ক্রমশ নতুন প্রজন্মের কাছে দুর্বোধ্য ও অস্পষ্ট হয়ে উঠছেন । তাঁর বিপুল সাহিত্যসম্ভার, সঙ্গীত, চিন্তা-চেতনা এবং মানবিকবোধ থেকে নিজেদের আলোকিত করার কাজ পড়ে আছে অবহেলে-অযত্নে। ভাষাগত অযোগ্যতা ও অদক্ষতা এক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। নজরুলের গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ বোঝার জন্য ন্যূনতম যে, সাহিত্যিক যোগ্যতা বা ভাষাগত উৎকর্ষতা প্রয়োজন তা আমাদের নেই। ফলে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে গর্জে ওঠা সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক ব্যক্তিত্বের জীবন, বিপ্লব ও কর্মের সাধনা আমাদের সেইভাবে আন্দোলিত করছেনা। যেকারনে, নতুনদের ভেতর থেকে সমাজ ও দেশকে নেতৃত্ব দেবার মত যোগ্য মানুষ গড়ে উঠছেনা। কথাটা কেবল কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে নয়, বরং তাঁর মত অন্য সব মণিষী ও ধর্মীয় ব্যক্তিত্বদের ক্ষেত্রেও সত্য। ফলে আদর্শ আজ সবদিক থেকে পর্যবসিত। সমাজ এখন ঠুনকো ফানুস হওয়ার উপক্রম। চারিদিকে কেবল ক্ষয় আর ধ্বংসের পদধ্বণী।
Source