শৈশবের মজার খাবার.

in #bangladeshifood4 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদেরকে ছোটবেলার মজার একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দিব। ছোট থাকতে এই খাবারটি আমাদের সবার কাছেই খুব প্রিয় ছিল। স্কুলের পাশে বা বাসাবাড়িতে ফেরি করে বিক্রি করতে দেখা যেত। এটাকে আমরা কটকটি অথবা দেলবাহার নামে চিনতাম। এটা কিভাবে আপনার বাসায় তৈরি করবেন সে সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা চুলায় একটা ফেরাইপেন বসাবো। এরপর ১কাপ চিনি ঢেলে দিব এরমধ্যে আধা কাপ পানি দিয়ে চুলার তাপ মিডিয়ামে রেখে চিনি নাড়তে থাকবো।IMG_20200901_145825.jpg
IMG_20200901_145904.jpg

IMG_20200901_145951.jpg

IMG_20200901_151803.jpg

এটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে একটি লেবুর রস দিয়ে দিব।লেবুর রস দেয়ার কারণ চুলা থেকে নামানোর সাথে সাথে চিনিটা যাতে জমাট বেঁধে না যায়।।চিনি পানিটা আস্তে আস্তে ঘন হয়ে আসলে এটা আমাদের একটু চেক করে দেখা লাগবে এটা তৈরি উপযোগী হয়েছে কিনা। এজন্য আলাদা একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে চিনি সিরা সামান্য একটু দিয়ে দিব। পানির ভিতরে দেওয়ার পরে এটা যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝব এটা তৈরি উপযোগী হয়ে গেছে। আমরা আগে থেকে একটা পাত্রে ঘি অথবা তেল মাখিয়ে রাখবো।IMG_20200901_152001.jpg

চিনির সিরা হয়ে গেলে আমরা তারাতারি চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে নিব। যেহেতু চিনির সিরা টি গরম এ কারনে আমরা চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে এক জায়গা দলা করার চেষ্টা করব।একটু ঠাণ্ডা হলে হাতে তেল অথবা ঘি মাখিয়ে হাতের মুঠোয় নিয়ে দলা করতে থাকবো। দলা করলে দেখা যাবে এটা হালকা লালচে কালার ধারণ করেছে।IMG_20200901_162011.jpgIMG_20200901_162109.jpg

IMG_20200901_161945.jpg

IMG_20200901_161854.jpg

এবার এটাকে আমরা বারবার টানতে থাকবো টানতে টানতে ধীরে ধীরে এটা সাদা রং হয়ে যাবে। আরো কিছুক্ষণ টানার পরে একটু শক্ত হয়ে গেলে এটাকে সমান করে একই আকৃতির করে আমরা রাখবো ও নিজেদের পছন্দমতো সাইজে কেটে নিব। তৈরি হয়ে গেল আমাদের সেই ছোটবেলা হারিয়ে যাওয়া সুস্বাদু খাবার। চাইলে এটা আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন।

উপকরণ :১ কাপ চিনি, আধা কাপ পানি ও একটি লেবু।

লেখাটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Congratulations @rummansk! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

<table><tr><td><img src="https://images.hive.blog/60x70/http://hivebuzz.me/@rummansk/upvoted.png?202009011220" /><td>You received more than 100 upvotes. Your next target is to reach 200 upvotes. <p dir="auto"><sub><em>You can view your badges on <a href="https://hivebuzz.me/@rummansk" target="_blank" rel="noreferrer noopener" title="This link will take you away from hive.blog" class="external_link">your board and compare yourself to others in the <a href="https://hivebuzz.me/ranking" target="_blank" rel="noreferrer noopener" title="This link will take you away from hive.blog" class="external_link">Ranking<br /> <sub><em>If you no longer want to receive notifications, reply to this comment with the word <code>STOP <p dir="auto"><strong><span>Do not miss the last post from <a href="/@hivebuzz">@hivebuzz: <table><tr><td><a href="/hivebuzz/@hivebuzz/pud-countdown"><img src="https://images.hive.blog/64x128/https://i.imgur.com/805FIIt.jpg" /><td><a href="/hivebuzz/@hivebuzz/pud-countdown">Hive Power Up Day - The countdown is ticking<tr><td><a href="/hivebuzz/@hivebuzz/pud-202009"><img src="https://images.hive.blog/64x128/https://i.imgur.com/805FIIt.jpg" /><td><a href="/hivebuzz/@hivebuzz/pud-202009">Hive Power Up Day - Let's grow together!