BDCommunity Presents- The Weekly Turni Issue 33

in BDCommunity4 years ago

28/03/2021
১৪ই চৈত্র ১৪২৭

𝕿𝖍𝖊 𝖂𝖊𝖊𝖐𝖑𝖞 𝕿𝖚𝖗𝖓𝖎


মাধুকরী


ডাক্তার, the world is full of hypocrites, and we don’t like them. We get angry at them. We say its unfair! We shout, we increase our blood pressure. There is nothing wrong with our action. It is okay to be angry. We will process our anger.

There is a beautiful word in Bengali,-মাধুকরী-. It is very difficult to translate that word. The literal translation is the act of being an apiarist -মধুকরের মত বৃত্তি-, but that is not the usage I am using the word in this editorial. The usage is -বহু স্থান হতে অল্প পরিমাণে সংগ্রহ, দ্বারে দ্বারে ভিক্ষা-, meaning begging door to door for sustenance. And no, I do not mean food 😊

There are four stages of life, as per Hindu mythology, Brahmacharya (student), Grihastha (householder), Vanaprastha (forest walker/forest dweller), and Sannyasa (renunciate). Two of those stage, even arguably three stages, involve some sort of -মাধুকরী-. Why? Because it teaches us humility. The concept is also common in modern times in the west. People take a ‘gap year’. It was incredibly popular in the 60s to 80s…. Actually still popular today. The concept, even in the west is similar. It broadens the mind, teaches humility, let you see the world, and make you understand what ‘for the greater good’ is. Here however, I am using it even a level deeper than that. Three or four levels of dream shouldn’t surprise you ডাক্তার.

“-পৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাঁচবে। বড় বাঘের যেমন হতে হয় না কারও উপর নির্ভরশীল—না নারী, না সংসার, না গৃহ, না সমাজ—সেভাবেই বাঁচবে সে, স্বরাট, স্বয়ম্ভর হয়ে। তার বন্ধু ছিল তথাকথিত সভ্য সমাজের অপাঙক্তেয়রা। পৃথু ঘোষ বিশ্বাস করত, এই পৃথিবীতে এক নতুন ধর্মের দিন সমাসন্ন। সে-ধর্মে সমান মান-মৰ্য্যদা এবং সুখ-স্বাধীনতা পাবে প্রতিটি নারী-পুরুষ। বিশ্বাস করত, এই ছোট্ট জীবনে বাঁচার মতো বাঁচতে হবে প্রতিটি মানুষকে। শুধু প্রশ্বাস নেওয়া আর নিশ্বাস ফেলা বাঁচার সমার্থক নয়।

কিন্তু সত্যিই কি এভাবে বাঁচতে পারবে পৃথু ঘোষ? সে কি জানবে না, বড় বাঘের মতো বাঁচতে পারে না কোনও নরম মানুষ? জন্ম থেকে আমৃত্যুকাল অগণিত নারী-পুরুষ-শিশুর হৃদয়ের, শরীরের দোরে-দোরে হাত পেতে ঘুরে-ঘুরে বেঁচে থাকাই মানুষের নিয়তি? এই পরিক্রমারই অন্য নাম মাধুকরী।“

This is your মাধুকরী, ডাক্তার. Now, think about it; you want to be a Tiger or a sheep?

-Editor



অগ্ন্যুৎসব-হেলাল হাফিজ



ছিল তা এক অগ্ন্যুৎসব, সেদিন আমি
সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে
জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে
রক্ত ঋণে স্বদেশ হলো,
তোমার দিকে চোখ ছিলো না
জন্মভূমি সেদিন তোমার সতীন ছিলো।*

আজকে আবার জীবন আমার ভিন্ন স্বপ্নে অংকুরিত অগ্ন্যুৎসবে
তোমাকে চায় শুধুই তোমায়।

রঙিন শাড়ির হলুদ পাড়ে ঋতুর প্লাবন নষ্ট করে
ভর দুপুরে শুধুই কেন হাত বেঁধেছো বুক ঢেকেছো
যুঁই চামেলী বেলীর মালায়,
আমার বুকে সেদিন যেমন আগুন ছিলো
ভিন্নভাবে জ্বলছে আজও,
তবু সবই ব্যর্থ হবে
তুমি কেবল যুঁই চামেলী বেলী ফুলেই মগ্ন হলে।

তার চেয়ে আজ এসো দু’জন জাহিদুরের গানের মতন
হৃদয় দিয়ে বোশেখ ডাকি, দু’জীবনেই বোশেখ আনি।
জানো হেলেন, আগুন দিয়ে হোলি খেলায় দারুন আরাম
খেলবো দু’জন এই শপথে
এসো স্ব-কাল শুদ্ধ করি দুর্বিনীত যৌবনেরে।


সখাপ্রেম, গুড উইল হান্টিং থেকে


নতুন CineTV ট্রাইবের কথা বোধকরি বাঙালি কমুনিটির অনেকেই জানেন। সেখানকার সাপ্তাহিক ফিল্ম ডিসকাশনে বর্তমানে চলছে Good Will Hunting. গুস ভান সান্টের এই সিনেমাটা নিয়ে একটা সময় প্রচু্র ভাবানুরাগে ভুগেছি এবং সেখান থেকে পছন্দের একটা মুহুর্তের কথা স্মরণ করতে চাই।

Will: Whats wrong with laying bricks? There's honor in it.
Sean: Is that why you've became a janitor of the most prestigious technical college in the whole fucking world?

দোটানা আর আক্ষেপের কী অপূর্ব দ্বিত্বতা!

উইল যদি ওর ছোট শহর আর দিনমজুরের জীবন ছেড়ে চলে যায়, তার প্রভাব নিশ্চই শনের উপর পড়বে।
উইলের অতিমানবীয় মেধা উইল নিজে যতখানি গুরুত্ব দেয়, তার চেয়ে বহুগুণে দেয় বন্ধু শন। শনের নেই বলেই আক্ষেপের জায়গাটা ভালো মত বোঝে। তাই অপার সম্ভাবনার কথা ভেবে বন্ধুকে তাড়া দেয় ভাগার।

কিন্তু আমার মনে হয় না, শনের অবচেতন মন চায় উইল সব ছেড়ে ভাগুক। উইলের অনুপস্থিতি ওদের আড্ডায় পানি ঢেলে দেবে, বহুদিনের নির্ভরতার খুঁটি অস্তিত্ব হারাবে।
আগত দিনগুলি শনের জন্যে খালি খালি হয়ে যাবে, আর ওর বাকি দু-বন্ধু সে খালি জায়গা পূর্ণ করার মুরোদ রাখে না।

তবুও শন মনে প্রাণে চায় উইল প্রস্ফুটিত হোক, চূড়ান্তে যাক। ওর দ্বিত্বতা দোলা দিয়ে যায়।


𝕿𝖍𝖊 𝖂𝖆𝖗 𝖎𝖘 𝕾𝖙𝖎𝖑𝖑 𝕺𝖓


It was a secluded area of ​​Manikganj. Silence all around; if someone unexpectedly reaches there, it would feel as if he had entered an abandoned place. The entrance of each house was opened, people survived to escape with their lives; leaving all the belongings behind, only few dogs and cats were scattering around.

This was not an imaginary panorama, it was a real incident. Precisely, this occurred in July 1971 when people were stripped naked and their genitals were checked to determine their religion. At that time, many people of the minority community fled the country for fear of the Pakistani army and their ally, the Al Badar and Razakars. That area of Manikganj was mainly inhabited by minorities. Eventually, they became the scapegoat and were compelled to leave the country.

It is just a resemblance of an area but it had happened all over the country. The local Razakars were more excited in this massacre along with the Pak army. The members of the peace committee guided military forces and carried out violence in different areas. Not only they committed genocide, but they also inflicted inhumane torture on women. Many of those women had deceased and the rest are living a miserable life. The most adverse day for this nation was December 14 while the country was waiting to celebrate victory on December 16, 1971. A blueprint to make this country incapacitate was made where the best intellectuals of the country were taken from their homes and shot indiscriminately.

The main role behind this occurrence was played by the local Razakars and members of the Al-Badar forces. The army of Pakistan fought for their country whereas despite being born in this country, these Razakars have betrayed with their motherland. But one thing to keep in mind is that history never exonerates anyone. The way Mir-Jafor was endured from remorse for betraying the country in the battle of Polashi and people mention his name with hatred, the Razakars have the same doom today. They are under justice now. So, the battle of 1971 is not over yet, it is still going on and will continue until these traitors are fully punished.


𝖂𝖔𝖗𝖐 𝖋𝖔𝖗 𝖞𝖔𝖚𝖗 𝖑𝖚𝖈𝖐


Once there was a lazy young man. Who was well enough to work and earn his bread and butter but he would never work. Instead of working, he would be dependent on others. He always thinks that what is written on his luck shall happen whether he works or not. Being failed in every attempt to make him active and understand his family told him to leave the house and search for his bread and butter. So did he leave the house without stressing his mind depending on his luck.

What’s the best possible way to earn bread and butter without working at all? Maybe begging. That's what he has chosen. People didn’t donate much looking at his good health condition enough to work. Still, he hardly gets a little to live with them. One day he didn’t get a penny and it was a very hot summer day, out of pity a man gave him 50 USD to his empty bowl so that he can live with them. He didn’t beg for a few days and lived with that money.

After some days, when he ran out of money he started begging again. Whenever someone donates him little money he would throw them away because he is expecting someone to give him like 50 USD on seeing his empty bowl. Days are passing but nobody is giving him that much money he is expecting. Even hunger couldn’t make him realize that luck doesn’t favor every day and he ends up in the hospital being extremely sick. After suffering a lot he then realized about luck which doesn’t favour always. It's we who work hard to make our luck favorable towards us. That's the lesson he got and returned to his family. Now he is a workaholic who is working to make his luck.


দাদা খেয়ে এসেছেন, না গিয়ে খাবেন


The thought process of humans baffles me more often than I realize. Human minds can cook up any sort of concoction, whatever theory that pleases their conscience; whether I like it or not, but the system is somehow operating just fine. “Flat Earth” believers believe they’ll fall off the edge if they climb the icy walls of Antarctica. Maybe, could be, possibly they’ll fall off the disc, I wouldn’t know if that’s the most horrible thing that could happen to people; neither will I pass on my judgments. You accept what you want to accept; my opinions are meh. But your opinions are meh to me as well, isn’t it? We’re all inside our own bubbles carefully floating around not getting pricked by anything. Is it a raging rant I’m forming?

We Bangalis are famous for our hospitable nature. And when the guest is a foreigner, our hospitality usually doubles. We’re overjoyed when we have visitors; we’ve to put on our best dress, cook, and behave to impress. But what the hell is going on! Every news portals here are screaming about the same subject; the visit of Indian Prime Minister Narendra Modi to Bangladesh on the 50th Independence Day and the subsequent uproar of many, many people throughout the country. I realized, weren’t we supposed to put on our finest clothes, tidy up our house aka the country, and greet our visitor cordially? This is how we have been behaving for decades right? This is our nature, so why this fracas?

You’re setting fires on the streets; ravaging everything that is in front of you; I’m not saying you don’t have a reason to do that, and I believe that your raving has got to do with the “visit” and possibly to some extent it’s justifiable. But can’t you see that you’re only mounting up your loss or you don’t count your country’s loss as yours? Is anybody going to compensate for all that damage? I’ll let you ponder this question. Think of it this way. The PM of a country that has covered one-third of our borders isn’t responsible for the stones that you’re throwing at your countrymen nor he’s answerable for the ongoing strike today nor he’s responsible for all the bloodshed that you have caused. It’s you who are subjected to all this catastrophe, yes, a catastrophe.

Do you know that Bangals of the east side oftentimes make fun of Bangals of the west? One of the jokes is “দাদা খেয়ে এসেছেন, না গিয়ে খাবেন” what a laughable thing to say! And today we have managed to do enough damage that may not scare our honored guest away but will surely give rise to similar incidents. Don’t be so happy, I didn’t mean what you’re thinking. The question in my mind; are you going to act this same way when our PM visits India or the citizens of India will be acting the way we’re acting?


ভাষা ও সাংস্কৃতিক ইতিহাস!



বাংলা ভাষা এবং দেশের সাংস্কৃতিক ইতিহাস অবশ্যই সমৃদ্ধ। আধুনিক যুগের সূচনালগ্ন থেকে বাংলাকে যে হারে সংস্কৃত ভাষার কলোনি হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে সেটা ইতিহাস বিকৃতির চেয়ে গুরুতর। কীজন্য?
সংস্কৃত ভাষা বলতে আসলে কোনো ভাষাই ছিলো না খ্রিস্টপূর্ব ৫০০ অব্দের পূর্বে। প্রাচীন ভারতীয় আর্যভাষা যখন বিকৃত হয়ে যাচ্ছিলো তখন পাণিনির হাত ধরে 'অষ্টাধ্যায়ী' গ্রন্থ রচিত হয়। মূলত, পাণিনির মাধ্যমেই এর সংস্কার সাধিত হয়। এজন্যই এই ভাষার নাম হয়ে যায় সংস্কৃত। এটাকেই ব্যাকরণের আদি বই হিসেবে ধরা হয়।

কথা হচ্ছে, আর্যরা তো ভারতের স্থানীয় লোক ছিলো না। কিন্তু এরা এসে এখানকার সংস্কৃতিকে একদিকে যেমন বৈচিত্রময় করে তোলে, আরেকদিকে ভাষা ও বর্ণভিত্তিক বিভেদ সৃষ্টি করে। সেই বিভেদের রেশ ধরেই সংস্কৃত এলিটদের ভাষা হয়ে ওঠে অন্যদিকে অন্যান্য ভাষাগুলো তুলনামূলক দুর্বলদের প্রতিনিধিত্ব করতে থাকে।

ভাষাভিত্তিক বৈষম্য মূলত বর্ণভিত্তিক বৈষম্যেরই আরেক নাম। সুতরাং, আধুনিক যুগের সূচনালগ্নে যেসমস্ত মহারথী বাংলাকে সংস্কৃতের কলোনি বানানোর চেষ্টা করেছেন তারা মূলত বর্ণভিত্তিক সন্ত্রাসেরই পৃষ্ঠপোষকতা করেছেন। আর বাংলা অঞ্চল ভারতবর্ষে অন্য যে কোনো অঞ্চলের চেয়ে তুলনামূলক আর্যপ্রভাব মুক্ত ছিলো।

আর্যদের ভাষাভিত্তিক ও বর্ণভিত্তিক বৈষম্যই শেষপর্যন্ত সেমেটিকদের (মুসলিম) ভারতবর্ষে স্থায়িত্ব নিশ্চিত করেছে। এজন্য আর্যভাষা ঠিকই তার বিশুদ্ধতা বজায় রাখলেও তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। অন্যদিকে অনার্য ভাষাগুলো সেমেটিক ও অন্যান্য ভাষার বাঁকে মিশে আরও সমৃদ্ধ হয়েছে।

আজকাল প্রতিবেশী রাষ্ট্রে ভাষাসন্ত্রাস উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমি বলবো যদি কোনো ভাষাকে বৈষম্যমূলক ও সন্ত্রাসী ধরতেই হয় তবে সেটা চোখ বুজে সংস্কৃত ভাষা। এরা বিশুদ্ধতা বজায় রাখার নামে যেমন বর্ণপ্রথার রেওয়াজ রেখেছে একইভাবে ভাষার ক্ষেত্রেও জাতপাত টেনে এনেছে। কিন্তু সেমেটিক বা অন্যান্য ভাষা থেকে বাংলায় আগত অবক্ষয় আমরা দেখি না।


𝕰𝖓𝖉 𝕹𝖔𝖙𝖊𝖘

Do not forget to join our next weekly hangout on at Friday 10 pm GMT +6

Sort:  

:3:3th Edition of TURNI Hive is at 10 cents😥 or at 1 usd😍 turni was never ignored or will be ignored. Every week it will come to us the its coming to us from the beginning and that's the praying for it.


সখাপ্রেম, গুড উইল হান্টিং থেকে

যদিও মুভিটা আমি দেখিনি তবে লাইনগুলো পড়ে মনে হচ্ছে অনেকটা বন্ধুর মঙলের জন্য তাকে দূরে ঠেলে দেওয়ার মতো একটা প্রতিক্ষা। কিছু কিছু সর্ম্পক এরকম হয়, নিজের শূন্যতা মেনে নিয়ে কাছের মানুষটির সবটুকু পূর্নতা পাক সেই সাধনায় করে যায়।

দেখতে হবে মুভিটি। এডেড টু দ্যা লিস্ট।


The army of Pakistan fought for their country whereas despite being born in this country, these Razakars have betrayed with their motherland.

We do have a saying in bengali that "ঘরের শুত্রু বিভীষণ।" It best represents them. I believe in our pm that she will make sure that they pay for their deeds. I have hundred percent confident in her at this matter.


দাদা খেয়ে এসেছেন, না গিয়ে খাবেন

ভারতকে নিয়ে আমাদের দেশের সমস্যা আজ নতুন বলে আমি মনে করি নাহ, আব্রার হত্যার সময়ও দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। বিতর্কিত অতিথি এসেছে তাকে বরণ করে নেওয়ায় শ্রেয় ছিল যেহেতু আমাদের ইসলামও শান্তিতে বিশ্বাস করে। আন্দোলন ততক্ষণ পর্যন্ত যৌক্তিক যতক্ষণ পর্যন্ত না তা কারো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ক্ষোভ,আন্দোলনের নামে আজ যা শুরু হয়েছে তা কখনো মেনে নেওয়া যায়না। দায় এক পক্ষের নয়,কারো কারো উষ্কানি কারো কারো গা-ছাড়া ভাব আর কারো কারো ধর্মীয় অনুভুতি সবমিলিয়ে পুরছে শহরগুলো আর এর দাম দিচ্ছে সাধারণ জনগণ।

যার আগমন কে কেন্দ্র করে এতকিছুর সূএপাত সে এসে চলে ও গেছে তার কি কিছু ক্ষতি হয়েছে? মাঝখান দিয়ে নিজেরা প্রত্যক্ষ আর পরোক্ষভাবে নিজেদেরই ক্ষতি করে ফেললাম। কতগুলো মৃত্যু , প্রত্যেকের একটি করে পরিবার আছে,কতগুলো পরিবার এখন থেকে স্বাধীনতা দিবসের পরিবর্তে মৃত্যু দিবস পালন করবে।

What an irony, isn't it? We blame our society for it's orthodox beliefs and we attack upon it based on our own orthodox beliefs. Killing human in the name of saving lives, other Muslims dying in distant part of the world so let's kill some more people to show how much we're against it. You're right, protest is always justified Till it causes harm to someone else. What's more amusing is if there isn't a death, it's not going to make it to the headlines, right?

What's more amusing is if there isn't a death, it's not going to make it to the headlines, right?

Yeah, untill it comes on trending it doesn’t successful, the more damages you cause the more superior you become that's the agenda now.

Partho; chobi chomotkar hoyeche... digital??

Sakib incidentally aaj holi

জানো হেলেন, আগুন দিয়ে হোলি খেলায় দারুন আরাম

Good choice for the poem.

Amor, that conflict probably makes us human, isn’t it?

Deepu bhai...hoito sei din noi..kintu onno kono din, onno kono gram theke amar refugee family o chole eshe chilo... hoito sei Jessore Road diyei..baba bolten amago dyash... bhari obhiman chilo.. ekdom sesher dineo :)

Fia, look and make a list. Keep that list. When the time comes you will remember who did what and who benefited. Politics of religion is the oldest game in the books. Victims are always our friends and family who has nothing to do with it.

Tousik; bohudin por panini kotha sunlam. You got the flair correct; but expand it a bit with a post of your own and send me a link, because otherwise I will forget... buro hochhe to.. kichu mone thake na aaj kaal

Minhaj... Sakib er theke fishing ta sekho :)

Minhaj... Sakib er theke fishing ta sekho :)

My dad has also a great thirst for fishing like Sakib bhai. One day I will try that too.

 4 years ago (edited) 

Politics of religion is the oldest game in the books.

Dada our professor during graduation had once asked "what's the largest brand in this world?" everyone was picking out brands like Pepsi, Microsoft, Apple and such but he said no. Then he said the largest brand in this world is the religion. Dada if I try to make a list it would be too depressing... and the more I think about all of these the more cruel the world appears to be and somewhere in the corner of my heart I have faith that it isn't always as cruel as it appears. Too naive?

Thank you dada! Sometimes I like to read the history of Bengal and culture. But it didn't happen always. When I was in school, I was interested in Bengali grammar and history i dont know why but i was. Nowadays external busyness has gradually kept them away from me. So it was possible to learn about its history for participating in the varsity competition last week.

Here is the link i added a bit about পাণিণি https://hackmd.io/@cnXdjU06ROqa3e4YfarSCw/By69UW1r_

baba bolten amago dyash... bhari obhiman chilo.. ekdom sesher dineo :)

Dada, eairokom bedonadayok onek ghotona aase shei shomoyer. Shotti kharap laage. Kintu eai desher shadharon manushguli kintu ekhono shadharon. Kisu kisu manush namdhari aumanushgulir jonnoi oi ghotonaguli ghotesilo.

হ্যা দাদা ডিজিটালে করা।
নতুন মিডিয়া কাজ করার চেষ্টা করছি।
সাধারণ আনুশীলন এর কাজ বাদ দিলে বলা যায় এইটা আমার দ্বিতীয় কাজ ডিজিটালে।

Khub bhalo hoyeche Partho!

Almost oil painting er brush work dekhte pachhi. It also shows your personal style. I can identify this as your work among 50 different paintings.

আপনার প্রশংসা জন্য ধন্যবাদ দাদা।🙏🙏🙏
এতোদিন ট্রেডিশানাল মিডিয়া কাজ করেছি। ওইজে ব্রাশ ধরে ধরে করার অভ্যেসটা রয়ে গেছে।

The world is full of hypocrites.

Sometimes I wonder why this world is full of hypocrites? annd its gradually increasing. But in instant it get me think is, human nature has been the same for, as long as there have been human beings, and I don’t think any changes are on the way. We are all working from a very small sample, our own lifespans. Hypocrisy is not increasing, it is already increased.
And being angry, increasing blood pressure for them all are okay! And should be continued:)

@notacinephile ইতিমধ্যে Cinetv কমুনিটিতে আমার প্রথম পোস্ট দিয়ে যাত্রা শুরু করেছি। যতদুর সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করেছি, যদিও আপনার লেখা পড়ার আমার নিজের পোস্ট পড়ায় আগ্রহ হারিয়ে ফেলি।

Good Will Hunting সম্পর্কে এর আগেও সংক্ষিপ্ত রিভিউ পড়ে ছিলাম কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়ে উঠেনি। তখন যতটা না উদগ্র ছিলাম আপনার এই ছোট্ট লেখা পড়ে বেশি আগ্রহী হয়ে পড়লাম। শীঘ্রই মুভিটি দেখে Cinetv তে পোস্ট করে ফেলবো।

You wrote with great depth 🙏. You know bhai which one I like the most, what our PM is doing for Razakars. Not only me that, but every Bengali is in the throes of revenge, and everyone who are in want this heartache to end.

এইতো মনে পড়ছে:3

The question in my mind; are you going to act this same way when our PM visits India or the citizens of India will be acting the way we’re acting?

এটা এইরকম ঘটবে, দাদা খেয়ে এসেছেন, না গিয়ে খাবেন। আপনি অবশ্যই দেখছেন যে নিজের মানুষদের উপর অত্যাচার করছে তার জন্য যার অতিথিয়তা তে আমাদের সন্দেহ রয়েছে। আমাদের পানি দিয়েও মারে, পানি না দিয়েও মারে গতদিন এমন একটি হেডলাইনে চোখ পড়ায় নিউজটি পড়েছিলাম, আমি সচারাচর এই সবে মাথা ঘামাই না, দেশের পরিস্থিতি গুলো যতটা সম্ভব উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করি কিন্তু এই ইন্সিডেন্ট উপেক্ষা করতে পারছি না চেষ্টা করেও। অমানবিক আর নির্বোধের মতো নিজের লোকদের উপর গুলি চালিয়ে দিচ্ছে। আর আপনিও জানেন ইসলাম শান্তির ধর্ম, আমরা যতটা সম্ভব অশান্তি থেকে দুরে থাকতে চাই।

ইসলাম শান্তির ধর্ম - এতে ভুল এক চুল পরিমাণে নেই রে ভাই। কিন্তু আমাদের দুর্বলতাও আছে। for example, প্রতিবাদ করলো অন্যদের জন্য এবং এখন নিজেই ঘায়েল। আবার এদেরই এই hyper sensitivity কে কিন্তু টার্গেট করেছে অন্যরাও; ভাঙচুর করেছে একজন নাম দিয়েছে আরেকজনের। কিন্তু এতেও লাভ হল তথাকথিত প্রতিপক্ষের।

 4 years ago (edited) 

বহু স্থান হতে অল্প পরিমাণে সংগ্রহ, দ্বারে দ্বারে ভিক্ষা-, meaning begging door to door for sustenance.

দাদা কলেজে থাকতে বইটা পরেছিলাম মাধুকরী... হঠাৎ মনে পড়লো। যদিও অনেক আগে পড়েছি কিন্তু বোধোদয় আজ হল। খাপে খাপে মিলে গেল। রুষা, পৃথু, কুরচি অথবা সেই রাজস্থানী মেয়েটা (নামটা মনে পরছে না)- ভাল লেগেছিল বলবো না, টিপিক্যাল আনসার হয়ে যায়। ওই যে বলে back of my mind - এখন মনে পরছে কিছু। তাদের মাধুকরবৃত্তি কিছু কিছু মনে পড়ছে।

Partho bhai... your paintings are exceptional... this one doesn't look digital one bit

I remember I have tagged my movie posts in other communities, even in Movies and TV shows but it was like talking to a wall... and because of cine and the effort that you and others are putting in is compelling me to write another... the responsibility is huge but I along with everyone else knows that you're doing great and will continue doing so, Amor.

Deepu bhai... haven't heard your recital in a while... ঘরের শত্রু বিভীষণের আমাদের এই পাড়ের term বোধয় মীর জাফর। you'll still hear a lot of people using that term. The war has never ended; we are fighting a different war everyday and opponents change. Having black sheep in our midst.

না বললেই নয়। একবার পেয়েছি তাই বারবার পাবো। isn't it right Minhaj? For once we get more than what we ask for, the bar rises and we keep asking for more. But supply and demand isn't the same right? The one thing that has demand will always have scarcity in supply. No matter how much he demands a $50 there will not be one again. Luck maybe or just the economic bullshit

আইই Toushik এই ব্য আ ক রণই তো সব মেরে ফেললো অ্যাহ। কিন্তু জানো কি, এই সংস্কৃত না থাকলেও মানুষ অন্য কিছু একটা খুঁজে বের করতো বিবাদ করার।

একবার পেয়েছি তাই বারবার পাবো। isn't it right Minhaj?

আকাশ কুসুম চিন্তাধারা।
After winning a lottery we cant purchase daily and say that i will win again, all is about luck. Today it favoured maybe won't do it tomorrow. Supply and demand is also a cause, we can't provide everything to everyone as per their demand without considering the supply we are getting.

i must have to say you got some great talents. well done partho vaia.

সাপ্তাহিক ফিল্ম ডিসকাশনের গুড উইল হান্ট হান্টিং এর বেশ কিছু লেখা পড়েছি। দেখার প্রস্তুতিও নিয়ে ফেলেছি, হয়তো সাপ্তাহিক ডিসকাশনে অংশগ্রহন করা সম্ভব হবে না তবে নিজের ভাবনা প্রকাশ করবো।

A few months ago, the Bangladesh government released a list of Razakars, which is the subject of controversy and uproar. It has been alleged that the name of the person recognized as a freedom fighter has been included in the list of Razakars. Then who were the Razakars in 1971?
They were familiar to us !? Those who used to express in words "I will live with Bengali in my heart"
Yes, the Razakars were among us, who pretended to love the country.

Thanks for your compliment😊😊😊

𝕿𝖍𝖊 𝖂𝖆𝖗 𝖎𝖘 𝕾𝖙𝖎𝖑𝖑 𝕺𝖓

Learning bits of your history every day. it is worth refreshing and sad given that some part of it is entrenched in war. i have never experienced war but my mother has and when she narrative some of her ordeals i cant but wonder if these things did happen and how far we can go to protect certain ideals.

Learning bits of your history every day.

Yes, we had nine months long war in 1971 where 3 million people sacrificed their lives. This is the month when the war started and we got victory on 16th December. Thanks for your attention.

দাদা খেয়ে এসেছেন, না গিয়ে খাবেন

like I said in a previous comment, i am baffled by the way most people choose to conduct themselves in other to protect certain ideals. the way most people justify destructive behaviour because of their political stance causing harm to their immediate environment. people must find constructive ways to agitate

Thank you

I agree with you it's absurd. And there isn't just hypocrisy but double standards as well. All in all there one belief that everyone has "I'm always right"

Being wrong is the outrageous thing that can happen, you know.

Each time with full of surprises! The quality of writing touching the moon like hive. Congratulations to all of you.

Thank you for your support, Turni is for all the users and without you users Turni can't bloom. keep supporting.

thank you so much Mustavi bhai... we'll keep doing our best InshaAllah

মাধুকরী

Although i cannot understand most of the text, i do get the message. i have been through some humbling situations in life that has been me appreciate life even better.

i have been through some humbling situations in life that has been me appreciate life even better.

That’s the fact bro. Life will move like it’s own way. The matter is how you drive that. Thanks for your nice comments.

!SEOcheck

Title is of good length- Perfect
Permlink is of good length-Perfect
Header 1 found but Header 2 not found- Add H2
Image available-Perfect
No link between title and Header-Try to use same keywords in Title and Headers
Internal link found-Perfect
External link found-Perfect

I like that second artwork. It is colorful and really beautiful how that woman is watching the little bird.

Congratulations @bdcommunity! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

<table><tr><td><img src="https://images.hive.blog/60x70/http://hivebuzz.me/@bdcommunity/comments.png?202104051438" /><td>You made more than 9500 comments.<br />Your next target is to reach 10000 comments. <p dir="auto"><sub><em>You can view your badges on <a href="https://hivebuzz.me/@bdcommunity" target="_blank" rel="noreferrer noopener" title="This link will take you away from hive.blog" class="external_link">your board and compare yourself to others in the <a href="https://hivebuzz.me/ranking" target="_blank" rel="noreferrer noopener" title="This link will take you away from hive.blog" class="external_link">Ranking<br /> <sub><em>If you no longer want to receive notifications, reply to this comment with the word <code>STOP <p dir="auto"><strong><span>Check out the last post from <a href="/@hivebuzz">@hivebuzz: <table><tr><td><a href="/hivebuzz/@hivebuzz/pud-202104-feedback"><img src="https://images.hive.blog/64x128/https://i.imgur.com/zHjYI1k.jpg" /><td><a href="/hivebuzz/@hivebuzz/pud-202104-feedback">Feedback from the April 1st Hive Power Up Day