অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
মালয়েশিয়া রোদ বেশি সমন্বয়ে একটি দিন পার হয় যদি সকালে বৃষ্টি হয় তাহলে সারাদিন ভালো থাকে আবার সন্ধ্যার সময় কোন কোন জায়গায় বৃষ্টি হয়। মালয়েশিয়ায় বৃষ্টি হওয়াটা অনেকটাই স্বাভাবিক এখানে প্রায় প্রতিনিয়তই বৃষ্টি হয় আর এই বৃষ্টি না হলে ভারসাম্য বজায় থাকবে না।
মালয়েশিয়ার পাহাড় পর্বতের দেশ যখন অতিরিক্ত গরম পড়ে তখন মানুষের খুবই কষ্ট হয়। আবার কিছু সময় বর্ষা হয়ে গেলে অর্থাৎ বৃষ্টি হয়ে গেলে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে যায় হঠাৎ দৃষ্টিতে অনেক সময় পথযাত্রীদের বিলম্ব করতে হয় তবে মালয়েশিয়ার মানুষ এগুলো মানিয়ে নিয়েছে।
মালয়েশিয়ায় থাকতে থাকতে আমারও অনেক ভালো লাগে বৃষ্টি বৃষ্টি আসলে মনের ভিতরে আনন্দ কাজ করে কাজের মধ্যে থেকেও বৃষ্টি উপভোগ করতে পারি। বৃষ্টির সময় হয়তো বা বাইরে কাজ করতে পারি না তবে সেই সময়টুকু ভিতরে কাজ করি।
আজকে যেমন হঠাৎ বৃষ্টি শুরু হল দুপুর তিনটার সময় থেকে বাইরের রং করছিলাম এমন সময় বৃষ্টি শুরু হল তখন আর কিছুই করার ছিল না রং গুলো সব ধুয়ে চলে গেল। এই বৃষ্টি প্রায় আধা ঘন্টার মত হয়ে আবার থেমে গেল পুনরায় রোদ উঠলো।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
বৃষ্টি যেমন উপকার তেমনি কিছু কিছু সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তবে সাবধানতার সাথে থাকলে এটা কিছুই মনে হয় না আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমত বৃষ্টি। ভাই হঠাৎ বৃষ্টি হওয়া সম্পর্কে কিছুটা নিজের মন্তব্য সংক্ষিপ্ত আকারে আলোকপাত করেছি লেখার ভিতর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মত আমি এখানে বিদায় মিস্ত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও মালয়েশিয়া দুই ঋতুর দেশ এখানে বেশি সময় গরম ও বৃষ্টি হয়ে থাকে।