লাল জবা ফুলের ফটোগ্রাফি।

in CCH6 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব লাল জবা ফুলের ফটোগ্রাফি সম্পর্কে।

লাল জবা ফুল সচার আচার প্রায় প্রত্যেক জায়গায় দেখা যায় এগুলো সৌন্দর্য ও আকৃতিতে মানুষের মনে জায়গা করে নেয়। লাল জবা ফুল সব সময় সুখে থাকে এগুলো বিভিন্ন কাজেও ব্যবহার করা যায়।

বাড়ির আঙ্গিনা তে লাল জবাব ফুল খুবই সুন্দর লাগে। যখন একটি গাছে ফুল ধরে তখন সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল জবা ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। বসন্তের বাতাস যখন পশ্চিম দিক থেকে ভয় তখন ফুলের ভেতরে থাকা লম্বা শিষ বাতাসে দুলতে থাকে।

ফটোগ্রাফি সৌন্দর্য তার আলো এবং ক্যাপশনে ফটোগ্রাফির মূল উদ্দেশ্য হলো যে ছবিটা আমি ক্যাপচার করছি সেটা যেন সুন্দর ফুটে ওঠে। প্রত্যেকটা ছবির ক্যাপচার যদি সুন্দর হয় তাহলে সেই ছবিগুলো দেখতেও সুন্দর লাগে।

সঠিক আলো এবং সঠিক ক্যামেরার ব্যবহার যদি নির্দিষ্ট একটি ফ্রেম ভিতরে আবদ্ধ করা যায় তাহলে প্রতিটা ছবির লাইটিং আরো ভালো দেখা যায়। আমি এই ছবিগুলো একটি বাড়ির সামনে থেকে ক্যাপচার করেছি।

DeviceName

Picture Photography

•Categoryflowers 🌹🌹
•Camera UsedHandphone
•Modelvivo Sy 15y
•Photographer@mdsahin111
•Location Aceh/ Malaysia

Software Editing Adobe Lightroom

My name is Md. Sahin, I am a Bangladeshi. I love to do photography. Writing is my passion. Photography is my profession. I feel more comfortable writing in my own language. So I always write my articles in Bengali. I am not very good at English. So I prefer my own language.